এই কথা তো আপনারা সবাই জানেন যে বিশ্বের প্রতিটি জীব আনন্দই চায়। কিন্তু সেই আনন্দ কি? কোথায় আছে? কিভাবে তা পাওয়া যেতে পারে? ইত্যাদি প্রশ্নের সঠিক উত্তর না জানার কারণেই প্রত্যেক জীব সেই আনন্দ থেকে বঞ্চিত। ভারতে বহু ধর্মাচার্য হয়েছেন যারা নিজেদের অনুভবের আধারে অনেক হিন্দু ধর্মগ্রন্থ রচনা করেছেন, যেগুলো পরস্পর বিরোধাভাসযুক্ত। পাঠকবৃন্দ সেই সব গ্রন্থ পাঠ করে কোনও সিদ্ধান্তই গ্রহণ করতে পারেন না। শুধু তাই নয়, বরং আরও সংশয়াকুল হয়ে যান।
এই ‘প্রেমরস সিদ্ধান্ত' গ্রন্থের মুখ্য বিশেষত্ব এই যে সেই সমস্ত বিরোধী সিদ্ধান্তের সুন্দর সরল ভাষায় সমন্বয় করা হয়েছে। আচার্য শ্রীমহারাজজী বেদ-শাস্ত্রের প্রমাণ ছাড়াও দৈনন্দিন অনুভবের উদাহরণ দ্বারা সর্বসাধারণের লাভের দৃষ্টিকোণ থেকে বিষয়সমূহের নিরূপণ করেছেন। প্রকৃতপক্ষে জ্ঞানের কোনও সীমা নেই। তবুও এই ক্ষুদ্র গ্রন্থটিতে জীবের চরম লক্ষ্য, জীব, মায়া এবং ভগবানের স্বরূপ, মহাপুরুষের পরিচয়, কর্ম, জ্ঞান, ভক্তি সাধনাদির নিরূপণ করা হয়েছে যা সাধারণ মানুষ বুঝতে পারবে এবং এরই সাথে সমস্ত শংকার নিবারণও করতে পারবে।
শ্রীআচার্যের কোন বিশেষ সম্প্রদায়ের সাথে সম্পর্ক নেই। অতএব এই গ্রন্থে আচার্যগণের সবাকেই সম্মান দেওয়া হয়েছে। তিনি নিরাকার ব্রহ্ম, সাকার ব্রহ্ম এবং অবতার রহস্যের অপূর্ব প্রতিপাদন করেছেন। অবশেষে কর্মযোগ সংক্রান্ত প্রতিপাদনের উপর বিশেষ জোর দিয়েছেন। কারণ সংসারী মানুষকে সংসারের যাবতীয় কাজ করার মধ্য দিয়েই নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে হবে। এই গ্রন্থ সম্পর্কে কি আর আলোচনা করা যায়? কলসে সাগরের সমানই এতে সম্পূর্ণ তত্ত্বজ্ঞান ভরা আছে। যার পাত্র যত বড় তিনি ততই বেশী লাভান্বিত হতে পারবেন। শুধু এইটুকুই নিবেদন যে পাঠকবৃন্দ একবার গ্রন্থটি অবশ্যই পাঠ করবেন।
Prem Ras Siddhant Banglaप्रकार | विक्रेता | मूल्य | मात्रा |
---|
এই কথা তো আপনারা সবাই জানেন যে বিশ্বের প্রতিটি জীব আনন্দই চায়। কিন্তু সেই আনন্দ কি? কোথায় আছে? কিভাবে তা পাওয়া যেতে পারে? ইত্যাদি প্রশ্নের সঠিক উত্তর না জানার কারণেই প্রত্যেক জীব সেই আনন্দ থেকে বঞ্চিত। ভারতে বহু ধর্মাচার্য হয়েছেন যারা নিজেদের অনুভবের আধারে অনেক হিন্দু ধর্মগ্রন্থ রচনা করেছেন, যেগুলো পরস্পর বিরোধাভাসযুক্ত। পাঠকবৃন্দ সেই সব গ্রন্থ পাঠ করে কোনও সিদ্ধান্তই গ্রহণ করতে পারেন না। শুধু তাই নয়, বরং আরও সংশয়াকুল হয়ে যান।
এই ‘প্রেমরস সিদ্ধান্ত' গ্রন্থের মুখ্য বিশেষত্ব এই যে সেই সমস্ত বিরোধী সিদ্ধান্তের সুন্দর সরল ভাষায় সমন্বয় করা হয়েছে। আচার্য শ্রীমহারাজজী বেদ-শাস্ত্রের প্রমাণ ছাড়াও দৈনন্দিন অনুভবের উদাহরণ দ্বারা সর্বসাধারণের লাভের দৃষ্টিকোণ থেকে বিষয়সমূহের নিরূপণ করেছেন। প্রকৃতপক্ষে জ্ঞানের কোনও সীমা নেই। তবুও এই ক্ষুদ্র গ্রন্থটিতে জীবের চরম লক্ষ্য, জীব, মায়া এবং ভগবানের স্বরূপ, মহাপুরুষের পরিচয়, কর্ম, জ্ঞান, ভক্তি সাধনাদির নিরূপণ করা হয়েছে যা সাধারণ মানুষ বুঝতে পারবে এবং এরই সাথে সমস্ত শংকার নিবারণও করতে পারবে।
শ্রীআচার্যের কোন বিশেষ সম্প্রদায়ের সাথে সম্পর্ক নেই। অতএব এই গ্রন্থে আচার্যগণের সবাকেই সম্মান দেওয়া হয়েছে। তিনি নিরাকার ব্রহ্ম, সাকার ব্রহ্ম এবং অবতার রহস্যের অপূর্ব প্রতিপাদন করেছেন। অবশেষে কর্মযোগ সংক্রান্ত প্রতিপাদনের উপর বিশেষ জোর দিয়েছেন। কারণ সংসারী মানুষকে সংসারের যাবতীয় কাজ করার মধ্য দিয়েই নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে হবে। এই গ্রন্থ সম্পর্কে কি আর আলোচনা করা যায়? কলসে সাগরের সমানই এতে সম্পূর্ণ তত্ত্বজ্ঞান ভরা আছে। যার পাত্র যত বড় তিনি ততই বেশী লাভান্বিত হতে পারবেন। শুধু এইটুকুই নিবেদন যে পাঠকবৃন্দ একবার গ্রন্থটি অবশ্যই পাঠ করবেন।
भाषा | बांग्ला |
शैली / रचना-पद्धति | सिद्धांत |
विषयवस्तु | जीवन परिवर्तनकारी, सर्वोत्कृष्ट रचना, स्वयं को जानो, कर्मयोग, भक्तियोग, क्यों और क्या?, अध्यात्म के मूल सिद्धांत, तत्वज्ञान |
फॉर्मेट | हार्डकवर |
वर्गीकरण | प्रमुख रचना |
लेखक | जगद्गुरु श्री कृपालु जी महाराज |
प्रकाशक | राधा गोविंद समिति |
पृष्ठों की संख्या | 365 |
वजन (ग्राम) | 550 |
आकार | 15 सेमी X 22.5 सेमी X 2.5 सेमी |
AmazingNov 4, 2023 8:08:24 AM